পরিচ্ছেদ__ কিয়ামাত সন্নিকটবর্তী : কেয়ামতের আলামত

সহী মুসলিম - ২৭. অধ্যায়ঃ কিয়ামাত সন্নিকটবর্তী:

৭২৯২. আবদুল্লাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেন, সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরই কিয়ামত সংঘটিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৪, ইসলামিক সেন্টার- ৭১৮৭]

৭২৯৩. সাহল ইবনি সাদ [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] –কে মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে এ কথা বলিতে শুনেছি যে, আমি ও কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির সদৃশ [কাছাকাছি সময়ে]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৫, ইসলামিক সেন্টার- ৭১৮৮]

৭২৯৪. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আমি ও কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির ন্যায় [নিকটবর্তী সময়ে]। শুবাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি কাতাদাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি]-এর কাছে শুনেছি, তিনি তার বর্ণনায় বলিতেন, যেমন এক আঙ্গুল অন্য আঙ্গুলের চেয়ে বড়।

তারপর শুবাহ্‌ [রাযি:] বলেন, এ উক্তিটি কাতাদাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি] আনাস [রাযি:] হইতে শুনে বর্ণনা করিয়াছেন না নিজের থেকেই বলেছেন, তা আমি নিশ্চিত জানি না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৬, ইসলামিক সেন্টার- ৭১৮৯]

৭২৯৫. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ আমি এবং কিয়ামত এ দুটির মতো প্রেরিত হয়েছি। এ কথাটি বর্ণনা করিতে গিয়ে শুবাহ্‌ তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে এক সাথে মিলালেন [রসূলুল্লাহর অনুরূপ করেছিলেন]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৭, ইসলামিক সেন্টার- ৭১৯০]

৭২৯৬. আনাস [রাযি:]-এর সানাদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে এ সূত্রে অবিকল বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৮, ইসলামিক সেন্টার- ]

৭২৯৭. আনাস [রাযি:]-এর সানাদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৯, ইসলামিক সেন্টার- ৭১৯১]

৭২৯৮. আনাস [রাযি:] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির সদৃশ। এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিদ্বয়কে একত্রিত করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪০, ইসলামিক সেন্টার- ৭১৯২]

৭২৯৯. আয়েশাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, বিদুঈন লোকেরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে এসেই তাকে কিয়ামত বিষয়ে প্রশ্ন করত, বলত, কিয়ামত কবে হইবে? তখন তিনি তাঁদের মধ্যে কম বয়স লোকটির প্রতি দৃষ্টপাত করে বলিতেন, এ যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে উপস্থিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪১, ইসলামিক সেন্টার- ৭১৯৩]

৭৩০০. আনাস [রাযি:] হইতে বর্ণীতঃ

একদিন এক লোক রসূলুল্লাহ [সাঃআঃ]-কে প্রশ্ন করিলেন, কিয়ামত কবে সংঘটিত হইবে? তখন তাহাঁর কাছে মুহাম্মাদ নামে এক আনসারী বালক উপস্থিত ছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, এ বালক যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪২, ইসলামিক সেন্টার- ৭১৯৪]

৭৩০১. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ

এক লোক রসূলুল্লাহ [সাঃআঃ]-কে প্রশ্ন করিলেন যে, কিয়ামত কবে সংঘটিত হইবে? এ কথা শুনে রসূল্লুল্লাহ [সাঃআঃ] কিচ্ছুক্ষণ নীরবতা অবলম্বন করেন। এরপর তিনি সম্মুখস্থ ইয্‌দ গোত্রের এক যুবকের প্রতি তাকালেন, বস্তুতঃ ইয্‌দ শানূয়ার একটি শাখা গোত্র। অতঃপর তিনি বলিলেন, এ ছোট ছেলেটি যদি দীর্ঘায়ু লাভ করে তবে তার বার্ধক্যে উপনীত হওয়ার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে।

আনাস [রাযি:] বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৩, ইসলামিক সেন্টার- ৭১৯৫]

৭৩০২. আনাস [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমার সমবয়স্ক মুগীরাহ্‌ ইবনি শুবাহ্‌ [রাযি:] –এর এক গোলাম একদিন পথ অতিক্রম করছিল, তখন নবী [সাঃআঃ] বললেনঃ যদি তার হায়াত দীর্ঘায়ু হয় তবে সে বার্ধক্যে পৌঁছার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৪, ইসলামিক সেন্টার- ৭১৯৬]

৭৩০৩. আবু হুরাইরাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ এক লোক তার উষ্ট্রী দোহন করিবে; কিন্তু পাত্র তার মুখের নিকটে পৌঁছার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে। অনুরূপভাবে দু লোক কাপড় ক্রয়-বিক্রয়ে ব্যতিব্যস্ত থাকিবে। তারা ক্রয়-বিক্রয় শেষ না করিতেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে। এমনিভাবে এক লোক তার হাওয মেরামত করিতে থাকিবে। কিন্তু মেরামত শেষ করে মুখ ফিরাবার আগেই কিয়ামাত এসে উপস্থিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৫, ইসলামিক সেন্টার- ৭১৯৭] 


www.atowar-rahman-salafi.blogspot.com

@Copyright_  Atowar Rahman Salafi

Comments

|| Popular Posts ||

রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত **-আব্দুর রাযযাক বিন ইউসুফ (পর্ব-২৫)

Fatwa বিবাহ ও তালাক

Bilqis(Queen of Sheba): Tafseer of Ibn katheer : Qur'anic Story

Moving the finger during Tashahhud _ Important Masala-Masael,