পরিচ্ছেদ__ কিয়ামাত সন্নিকটবর্তী : কেয়ামতের আলামত

সহী মুসলিম - ২৭. অধ্যায়ঃ কিয়ামাত সন্নিকটবর্তী:

৭২৯২. আবদুল্লাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেন, সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরই কিয়ামত সংঘটিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৪, ইসলামিক সেন্টার- ৭১৮৭]

৭২৯৩. সাহল ইবনি সাদ [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] –কে মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি দ্বারা ইঙ্গিত করে এ কথা বলিতে শুনেছি যে, আমি ও কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির সদৃশ [কাছাকাছি সময়ে]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৫, ইসলামিক সেন্টার- ৭১৮৮]

৭২৯৪. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আমি ও কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির ন্যায় [নিকটবর্তী সময়ে]। শুবাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি কাতাদাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি]-এর কাছে শুনেছি, তিনি তার বর্ণনায় বলিতেন, যেমন এক আঙ্গুল অন্য আঙ্গুলের চেয়ে বড়।

তারপর শুবাহ্‌ [রাযি:] বলেন, এ উক্তিটি কাতাদাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি] আনাস [রাযি:] হইতে শুনে বর্ণনা করিয়াছেন না নিজের থেকেই বলেছেন, তা আমি নিশ্চিত জানি না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৬, ইসলামিক সেন্টার- ৭১৮৯]

৭২৯৫. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ আমি এবং কিয়ামত এ দুটির মতো প্রেরিত হয়েছি। এ কথাটি বর্ণনা করিতে গিয়ে শুবাহ্‌ তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে এক সাথে মিলালেন [রসূলুল্লাহর অনুরূপ করেছিলেন]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৭, ইসলামিক সেন্টার- ৭১৯০]

৭২৯৬. আনাস [রাযি:]-এর সানাদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে এ সূত্রে অবিকল বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৮, ইসলামিক সেন্টার- ]

৭২৯৭. আনাস [রাযি:]-এর সানাদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩৯, ইসলামিক সেন্টার- ৭১৯১]

৭২৯৮. আনাস [রাযি:] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির সদৃশ। এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিদ্বয়কে একত্রিত করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪০, ইসলামিক সেন্টার- ৭১৯২]

৭২৯৯. আয়েশাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, বিদুঈন লোকেরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে এসেই তাকে কিয়ামত বিষয়ে প্রশ্ন করত, বলত, কিয়ামত কবে হইবে? তখন তিনি তাঁদের মধ্যে কম বয়স লোকটির প্রতি দৃষ্টপাত করে বলিতেন, এ যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে উপস্থিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪১, ইসলামিক সেন্টার- ৭১৯৩]

৭৩০০. আনাস [রাযি:] হইতে বর্ণীতঃ

একদিন এক লোক রসূলুল্লাহ [সাঃআঃ]-কে প্রশ্ন করিলেন, কিয়ামত কবে সংঘটিত হইবে? তখন তাহাঁর কাছে মুহাম্মাদ নামে এক আনসারী বালক উপস্থিত ছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, এ বালক যদি জীবিত থাকে তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪২, ইসলামিক সেন্টার- ৭১৯৪]

৭৩০১. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ

এক লোক রসূলুল্লাহ [সাঃআঃ]-কে প্রশ্ন করিলেন যে, কিয়ামত কবে সংঘটিত হইবে? এ কথা শুনে রসূল্লুল্লাহ [সাঃআঃ] কিচ্ছুক্ষণ নীরবতা অবলম্বন করেন। এরপর তিনি সম্মুখস্থ ইয্‌দ গোত্রের এক যুবকের প্রতি তাকালেন, বস্তুতঃ ইয্‌দ শানূয়ার একটি শাখা গোত্র। অতঃপর তিনি বলিলেন, এ ছোট ছেলেটি যদি দীর্ঘায়ু লাভ করে তবে তার বার্ধক্যে উপনীত হওয়ার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে।

আনাস [রাযি:] বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৩, ইসলামিক সেন্টার- ৭১৯৫]

৭৩০২. আনাস [রাযি:] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমার সমবয়স্ক মুগীরাহ্‌ ইবনি শুবাহ্‌ [রাযি:] –এর এক গোলাম একদিন পথ অতিক্রম করছিল, তখন নবী [সাঃআঃ] বললেনঃ যদি তার হায়াত দীর্ঘায়ু হয় তবে সে বার্ধক্যে পৌঁছার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৪, ইসলামিক সেন্টার- ৭১৯৬]

৭৩০৩. আবু হুরাইরাহ [রাযি:] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ এক লোক তার উষ্ট্রী দোহন করিবে; কিন্তু পাত্র তার মুখের নিকটে পৌঁছার আগেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে। অনুরূপভাবে দু লোক কাপড় ক্রয়-বিক্রয়ে ব্যতিব্যস্ত থাকিবে। তারা ক্রয়-বিক্রয় শেষ না করিতেই কিয়ামাত সংঘটিত হয়ে যাবে। এমনিভাবে এক লোক তার হাওয মেরামত করিতে থাকিবে। কিন্তু মেরামত শেষ করে মুখ ফিরাবার আগেই কিয়ামাত এসে উপস্থিত হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৫, ইসলামিক সেন্টার- ৭১৯৭] 


www.atowar-rahman-salafi.blogspot.com

@Copyright_  Atowar Rahman Salafi

Comments

|| Popular Posts ||

মৃত্যুর সময় যে আপসোস রয়ে যাবে! :

Moving the finger during Tashahhud _ Important Masala-Masael,

Hadith on Shukr: Take advantage of five blessings before deprived

রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত -আব্দুর রাযযাক বিন ইউসুফ

মুহাররম ও আশূরা : করণীয় ও বর্জনীয় _ mashik at tahreek

আমি অলী ছাড়া বিয়ে করেছি। পরে জানতে পারলাম যে, অলী ছাড়া বিয়ে বাতিল। পরবর্তীতে তিনবারে মেয়েকে তিন তালাক প্রদান করেছি। এখন কি মেয়েটাকে আমার মোহর দেওয়া লাগবে?

How to perform Salah according to the Sunnah of Prophet Mohammad (PBUH)

অধ্যায়ঃ মাওদু‘ হাদিস _ গ্রন্থঃ হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি

Chapter___ People of the Cave : Tafseer of ibne kathir: Qur'anic - Hadith Story,

কোরআনের চ্যালেঞ্জ || সম্পূর্ণ কোরআন:, দশটি সূরা:, বা মাত্র একটি সূরা: রচনা করো ||