Posts

Showing posts from October, 2021

Eid e Milad bidah | Ruling On Celebrating The Birthday Of Prophet Muhammad

Image
EID E MILAD THE BIRTHDAY OF THE PROPHET MUHAMMAD ﷺ Praise be to Allaah The Lord of the Worlds, and peace and blessings of Allaah Subhana wa taala be upon our  Prophet Muhammad  and all his family and companions. The commands mentioned in the  Qur’aan  and  Sunnah  to follow the laws of  Allaah  and His Messenger, and the prohibitions on introducing  innovations  (eid e milad) into the religion are quite clear. Allaah says (interpretation of the meaning): “Say (O Muhammad to mankind): ‘If you (really) Love Allaah, then follow me (i.e. accept Islamic Monotheism, follow the Qur’aan and the Sunnah), Allaah will Love you and forgive you your sins’” [Aal ‘Imraan 3:31] “Follow what has been sent down unto you from your Lord (the Qur’aan and Prophet Muhammad’s Sunnah), and follow not any Awliyaa’ (protectors and helpers who order you to associate partners in worship with Allaah), besides Him (Allaah). Little do you remember!” [al-A’raaf 7:3] “And verily, this is My straight path, so follow it,

ঈদে মীলাদুন্নবী উদযাপন বিদআত | Al Itisam

Image
ঈদে মীলাদুন্নবী উদযাপন বিদআত -অধ্যাপক ওবায়দুল বারী *   ‘ জন্মের সময়কাল’-কে আরবীতে ‘মীলাদ’ বা ‘মাওলিদ’ বলা হয়। সে হিসেবে ‘মীলাদুন্নবী’-এর অর্থ দাঁড়ায় ‘নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্মমুহূর্ত’। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্মের বিবরণ, কিছু ওয়ায ও নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রূহের আগমন কল্পনা করে তার সম্মানে উঠে দাঁড়িয়ে ‘ইয়া নাবী সালাম আলায়কা’ বলা ও সবশেষে জিলাপি বা মিষ্টান্ন বিতরণ করা— এই সব মিলিয়ে ‘মীলাদ মাহফিল’। ইসলাম প্রবর্তিত ‘ঈদুল ফিত্বর’ ও ‘ঈদুল আযহা’ নামের দুটি বার্ষিক উৎসব ছাড়াও মাযহাব ছদ্মবেশধারী এক শ্রেণির আলেম ভারত উপমহাদেশের ইসলামে তৃতীয় আরেকটি ধর্মীয় উত্সব সংযোজন করেন, যা ‘ঈদে মীলাদুন্নবী’ নামে পরিচিত। বিদআতী ঈদে মীলাদুন্নবীর সূচনা যেভাবে হয় : ঈদে মীলাদুন্নবীর সূচনা সম্পর্কে আলোচনা দীর্ঘ হলেও আমরা সুধী পাঠকদের সংক্ষেপেই পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ! পারস্যের মুসলিম সাম্রাজ্যে প্রাধান্য বিস্তারকারী খ্রিষ্টানরা ঈসা (আলাইহিস সালাম)-এর জন্মদিবস উপলক্ষ্যে ‘ক্রিসমাস ডে’ প্রতিবছরই জাঁকজমকভাবে পালন করত। তাদের সেই